মাথা ব্যাথা কমানোর ঔষধের নাম জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি মাথা ব্যথা কমানোর ঔষধের নাম জানতে চান? অতিরিক্ত মাথা ব্যথায় ভুগছেন আপনি? এছাড়াও আপনার মাথা ব্যথা কেন হচ্ছে ও ওষুধ সেবন নিরাপদ হবে কিনা সে সম্পর্কে জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে অনেক গুলো মাথা ব্যাথার ঔষধের নাম উল্লেখ করা হয়েছে। মাথা ব্যথা কেন হয় তার কারণ ও প্রতিকার জানানো হয়েছে।
আরো অন্যান্য কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সর্বশেষ লেখকের বিশেষ মন্তব্য পেশ করা হয়েছে। তাই মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়তে থাকুন। আশা করছি আপনি পুরো পোস্টটি পড়ে আপনার মাথা ব্যথা কমানোর উপায় জানবেন এবং আপনি বেশ উপকৃত হবেন।

পোস্ট সূচিপত্র: মাথা ব্যথা কমানোর ওষুধের নাম জেনে নিন

ভূমিকা

আজকাল ঘরে ঘরেই মাথা ব্যথার সমস্যাটি দেখা দিয়েছে। তবে এ মাথা ব্যথার কারণও ভিন্ন ভিন্ন। কারো মাথা ব্যথা সমস্যা মাইগ্রেনের কারণে হতে পারে আবার কারো কারো টেনশনের কারণেও মাথা ব্যথা হতে পারে। এক কথায় আজকাল মাথাব্যথার সমস্যাটি কেমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবন পরিচালিত করতে মাথা ব্যথা প্রতিনিয়ত ব্যাঘাত ঘটাচ্ছে।
মাথা ব্যথার কারণে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়। আশেপাশে চার দিকটা ধোয়াসে মনে হয়। তাই মাথা ব্যথা কমন সমস্যা হলেও অবহেলা করা একদমই চলবে না। তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ একজন ডাক্তার অবশ্যই বিস্তারিত জানার পরেই ঔষুধ দেন।

মাথা ব্যথার কারণ

মাথা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে। তবে বিভিন্ন কারণ এর মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য কারণ হচ্ছে টেনশন। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা যে কারণেই হোক না কেন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং শীঘ্রই ব্যবস্থা পত্র গ্রহণ করতে হবে। নিম্নে কিছু মাথা ব্যথার কারণ উল্লেখ করা হলো:
  • মেনিনজাইটিস জনিত মাথাব্যথা
  • আঘাত জনিত কারণে মাথাব্যথা
  • আঘাত পরবর্তী মাথাব্যথা
  • মস্তিষ্কে টিউমারের জন্য মাথা ব্যথা
  • সাইনাস সমস্যা জনিত মাথাব্যথা
  • অতিরিক্ত ওষুধ সেবনের কারণে মাথা ব্যথা

মাথা ব্যাথার ঔষধের নাম

  • Tufnil
  • Tolfem
  • Tolfort
  • Tolmic
  • Mygan
  • Migrex
  • Migratol
  • Minopa
  • Arain
  • Anilic
  • Namitol
  • Loragin

অতিরিক্ত মাথা ব্যথার ঔষধের নাম

  • Naporo-A
  • Napro
  • Naprox
  • Naspro
  • Naprosyn
  • Nuprafen
  • Napryn
  • Diproxen
  • Anaflex

জ্বর ও মাথা ব্যাথার ঔষধের নাম

  • Feverex
  • Fap Plus
  • Reset Plus
  • Ace Plus
  • Napa Extra
  • Clofamol Extra
  • Cafedon
  • Caffo
  • Cafenol

মাথাব্যথা ঔষধ সেবনে কিছু সতর্কতা

মনে রাখবেন অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। মাথা ব্যথা হলে আমরা পাগল হয়ে যাই যার কারনে অতিরিক্ত চিকিৎসা গ্রহণ করে থাকি। আর সেটা ভয়ানক ভাবে মারাত্মক রূপ নিতে পারে। তাই মাথা ব্যথার ওষুধ গ্রহণের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। নিচে কিছু সতর্কবার্তা দেওয়া হল:
  • মাথা ব্যথার ওষুধ লিভারের ক্ষতি সাধন করে। তাই যারা লিভারে আক্রান্ত রোগী তারা মাথা ব্যথার ওষুধ সেবরের ক্ষেত্রে একটু সতর্ক হবেন।
  • যারা কিডনি রোগে আক্রান্ত তারাও ঠিক একই রকম ভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মতান্ত্রিক মাথা ব্যথার ঔষধ সেবন করতে হবে। কারণ ডাক্তার অন্যান্য ঔষধের সাথে মাথা ব্যথার ওষুধের সমন্বয় ঘটানোর প্রয়োজন বোধ করতে পারে।
  • মাথা ব্যথার ওষুধ সেবনের আগে বা পরে অ্যালকোহল গ্রহণ করা একদমই যাবে না। কারণ মাথা ব্যথা ও অন্যান্য কিছু কিছু ওষুধ রয়েছে যা সেবনে অ্যালকোহল এবং পেটের সমস্যা ঝুঁকি বাড়িয়ে দেয়।
  • গর্ভাবস্থায় শুধু মাথাব্যথা নয় অন্যান্য যে কোন ওষুধই নিরাপদ নাও হতে পারে। তাই ডাক্তাররা এই বিষয়টি নিয়ে বেশ সতর্কবার্তা দিয়ে থাকেন।
  • মাথা ব্যথার ওষুধ সেবনের আগে বা পরে কিছুক্ষণ শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখুন। কারণ এই ওষুধগুলি বুকের দুধের সাথে মিশ্রিত হতে পারে এবং শিশুর ক্ষতি সাধন করতে পারে।

মাথা ব্যথার ঔষধ গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া

মাথা ব্যথার ওষুধের অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে সবগুলো লক্ষণ যে একটি মানুষের মধ্যে দেখা দিবে এমনটিও নয়। এক্ষেত্রে একেক জনের শরীরে একেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নিম্নে পার্শ্ব প্রতিক্রিয়া ধরন উল্লেখ করা হলো:
  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব
  • শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়া
  • মুখ শুকিয়ে যাওয়া
  • ডায়রিয়া
  • এলার্জি দেখা দেওয়া
  • বদহজম
  • রক্ত কণিকায় পরিবর্তন
  • কোষ্ঠকাঠিন্য
  • ঘুম ঘুম ভাব

মাথা ব্যথার ঔষধের সাথে যে ওষুধগুলো খাওয়া যাবেনা

  • Oxyphenbutazone
  • Sirolimus
  • Melamizole
  • Phenytoin
  • Ramipril
  • Amlodipine
  • Busulfan
  • Warfarin

মাথা ব্যথার ঔষধ নিরাপদ কিনা

বিভিন্ন গবেষক ও ডাক্তারেরা পরামর্শ করে জানিয়েছেন যে, মাথা ব্যথার ওষুধ অবশ্যই নিরাপদ। তবে সেটি নিয়ম তান্ত্রিক হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মাথাব্যথা ওষুধ সেবনের পর দেখা যায় মাথা ব্যথা আরো বেড়ে গেছে সে ক্ষেত্রে তৎক্ষণাৎ মাথা ব্যথার ঔষধ পরিহার করতে হবে।তবে অনেক ক্ষেত্রে যে মাথা ব্যথা চিকিৎসাটি দীর্ঘ মেয়াদি হয়ে থাকে। সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

মাথা ব্যথার ঔষধের বিকল্প

অনেক সময় গভীর রাতে মাথা ব্যথা হয়ে থাকে। সে ক্ষেত্রে ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া অথবা ফার্মেসিতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই সময় কিছু ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে মাথা ব্যথার উপশম করতে পারেন। নিম্নে মাথা ব্যথা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়া হলো:
  • অনেক সময় অতিরিক্ত মাথা ব্যথা হলে চা এবং কফি পান করাতে মাথা ব্যথা কিছুটা হলেও কমে।
  • প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে তীব্র মাথাব্যথা দূর করতে সক্ষম হবে
  • অনেকের ঘুমের সমস্যার কারণে মাথাব্যথা হয়ে থাকে। এক্ষেত্রে বিছানা পরিবর্তন করুন। এমন জায়গায় ঘুমের ব্যবস্থা করুন যেখানে আপনার ঘুমের সহায়ক হবে।
  • অনেকের রাত জাগার অভ্যাস রয়েছে। অতিরিক্ত রাত জাগার কারণেও ঘুম মাথা ব্যাথা হতে পারে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন।
  • অতিরিক্ত মাথা ব্যথা হলে ঘরের আলো নিভিয়ে দিন বা কমিয়ে দিন। কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনের আলো কমিয়ে দিন অথবা এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। কম্পিউটার ও মোবাইলের স্ক্রিন তীব্র মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ।
  • অতিরিক্ত মাথাব্যথা হলে একটি কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে সেটি মাথায় লাগান। বরফ ও লাগাতে পারেন। এতে মাথাব্যথা কিছুটা হলেও কমবে।

লেখকের মন্তব্য

উপরে আর্টিকেলটিতে যে ওষুধ গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আপনি যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তবে ফার্মেসিতে ক্রয় করার পূর্বে কিছু সতর্কবার্তা লক্ষ্য রাখতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ সেবন করা একদমই উচিত নয়। তাই ডাক্তারি পরামর্শ নিয়ে নির্বাচন করুন আপনি কোন ওষুধটি খাবেন। কারণ মাথা ব্যথার ওষুধ এ পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ না নিয়ে কোন ওষুধ সেবন করায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 
কারণ উপরে যে ওষুধগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো সার্বজনীন। অনেক সময় এমনটা হয়ে থাকে যে, যেকোনো ফার্মেসিতে গেলে মাথা ব্যথা ওষুধ দিয়ে দেয়। কিন্তু তারা কি আসলেই পেশাদারিত্বের রয়েছে? যারা আপনাকে এ ওষুধগুলো দিলো। খোঁজ নিয়ে দেখবেন অনেক সময় যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় তারা দিতে পারবে না। তাই ফার্মাসিস্টদের পরামর্শ এড়িয়ে চলুন। একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন