চুল পড়া বন্ধ করার তেলের নাম জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি চুল পড়া বন্ধ করার তেলের নাম জানতে চান? বাজারের বিভিন্ন রকম তেল ব্যবহার করেও আপনার চুল পড়া একদমই বন্ধ হচ্ছে না? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে চুল পড়া বন্ধ করার তেলের নাম জানানো হয়েছে। এছাড়াও কিছু ঘরোয়া উপায় ও কিছু সতর্ক বার্তা দেওয়া আছে। সর্বশেষ লেখকের বিশেষ মন্তব্য পেশ করা হয়েছে।
মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়তে থাকুন। নিচে দেওয়া প্রতিটি উপাদানের মধ্যে কোন একটি অবশ্যই আপনার কাজে লাগবে। আশা করছি আপনি বেশ উপকৃত হবেন।

পোস্ট সূচীপত্র: চুল পড়া বন্ধ করার তেলের নাম জেনে নিন

ভূমিকা

চুলের ত্বক যখন পুষ্টিহীনতায় ভোগে তখনই চুল পড়তে আরম্ভ করে। আর এটি সঠিক তেল ব্যবহার না করার কারণও হতে পারে। নিম্নে যে তেলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো বেশ কার্যকরী। তেলগুলো নতুন চুল গজাতে সাহায্য করবে এবং মানসিক প্রশান্তি নিয়ে আসবে। 
এছাড়া মাথার ত্বকে ম্যাসাজ করার কারণে মানসিক চাপও খানিকটা কমবে। চুলকে করে তুলবে ঝলমলে কালো স্বাস্থ্যেজ্জল। তাই চলুন দেরি না করে জেনে নিই তেল গুলোর নাম।

চুল পড়া বন্ধ করার তেলের নাম

Soulflower Olive Oil
প্রোডাক্ট বিবরণ:
এই তেলে রয়েছে ভিটামিন-ডি, ভিটামিন-ই, ও ভিটামিন-কে। এটি চুল পড়া কমাতে সাহায্য করে। চুলকে দ্রুত বৃদ্ধি করে এবং ঘন কালো ও মজবুত করে। চুলের রুক্ষতা ভাব দূর করে ঝলমলে করে তুলবে। Soulflower Olive Oil চুলে ম্যাসাজ করলে চুলের ত্বকে পুষ্টি বৃদ্ধি করে।
সুবিধা:
  • চুল পড়া বন্ধ করে
  • চুলের আদ্রতা বজায় রাখে
  • চুলের চিটচিটে ভাব দূর করে
  • চুলের রুক্ষতা ভাব দূর করে
অসুবিধা:
  • স্থায়ী ভাবে চুল পড়া বন্ধ করতে হলে বেশ কিছুদিন সময় অপেক্ষা করতে হবে
Himalaya Herbals Anti-Hair Fall Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
এই তেল বহু বছর ধরে বাজারে বিক্রি হচ্ছে এবং অসংখ্য মানুষ তা ব্যবহার করছে। এই তেল ব্যবহারে চুলে চিকচিকে ভাব আসে এবং চুলকে সতেজ রাখে। চুলের চিটচিটে ভাব দূর করে চুলকে মজবুত করে তোলে। চুল পুষ্টি সম্পন্ন হয়।
সুবিধা:
  • চুল সতেজ রাখে
  • চুল পড়া বন্ধ করে
  • নতুন চুল গজাতে সাহায্য করে
অসুবিধা:
  • কার্যকারিতা পেতে হলে বেশ কিছুদিন সময় লাগে
Dabur Almond Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
Dabur Almond Hair Oil এ রয়েছে ভিটামিন-ই। যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যোগায়। চুল ঝলমলে, শক্তিশালী ও লম্বা করে তুলতে সাহায্য করে।
সুবিধা:
  • চুলকে উজ্জ্বল করে তোলে
  • চুল পড়া বন্ধ করে
  • চুলকে পুষ্টি সম্পন্ন করে
  • চুল মজবুত করে
অসুবিধা:
  • কিছুটা চিটচিটে ভাব হয়
Parachute Advansed Gold Coconut Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
Parachute Advansed Gold Coconut Hair Oil বেশ জনপ্রিয় একটি তেল। এই তেলের নাম সকলেই জানে ও চেনে। এই তেল ব্যবহার করলে চুল দ্রুত বৃদ্ধি হয়। এই তেলে রয়েছে ভিটামিন-ই। হাতে পাড়া নারিকেল দিয়ে তৈরি করা হয় এই তেল।
সুবিধা:
  • চুল দ্রুত বৃদ্ধি করে
  • চুলের স্বাস্থ্য বজায় রাখে
  • চুল পড়া বন্ধ করে
  • নতুন চুল গজায়
  • চুলকে মজবুত করে
  • চুলকে ঘন কালো করে তুলে
অসুবিধা:
  • উগ্র গন্ধ রয়েছে তেলে
Bio Organic Growout Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
Bio Organic Growout Hair Oil হেয়ার গ্রোথ করতে বেশ সাহায্যকারী তেল। চুলে ম্যাসাজ করলে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে। চুলে খুশকি দূর করে।
সুবিধা:
  • চুলকে ঝলমলে করে তোলে
  • চুল পড়া বন্ধ করে
  • চুলের খুশকি দূর করে
  • দ্রুত ফলাফল পাওয়া যায়
অসুবিধা:
  • তেলের গন্ধটি অনেকেরই অপছন্দনীয়
Richfeel Brahmi Jaboradi Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
Richfeel Brahmi Jaboradi Hair Oil প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি। এই তেলটিতে হেনা রয়েছে যা চলে পুষ্টি যোগায়। অনেকের চুলে আগা ফাটা সমস্যা রয়েছে। যাদের জন্য এই তেলটি। আগে ফাটা রোধ করতে এই তেলটি ব্যবহার করলে বেশ উপকৃত হবে।
সুবিধা:
  • চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে
  • রুক্ষ চুলকে সতেজ করে তোলে
  • দ্রুত ফলাফল পাওয়া যায়
  • মিনারেল অয়েল মুক্ত তেল
অসুবিধা:
  • সবার চুলের জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে কিছুদিন ব্যবহারে ফলাফল বুঝতে পারবেন
Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil
প্রোডাক্ট বিবরণ: 
আয়ুর্বেদিক এই তেলটি মেথি, আমলকি, ছাগলের দুধ ও নারিকেল তেল ইত্যাদি দিয়ে তৈরি। এই তেলটি ব্যবহারে চুলে ঝলমলে ভাব আনে এবং চুল সাদা হওয়া থেকে রক্ষা পায়। আয়ুর্বেদিক এই তেল প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ। চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে এই তেল।
সুবিধা:
  • মিষ্টি গন্ধ যুক্ত তেল
  • খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়
  • চুল পড়া রোধ করে
  • চুলের রুক্ষতা ভাব দূর করে
অসুবিধা:
  • নিয়মিত ব্যবহার না করলে ফলাফল দেরিতে পাওয়া যায়
Khadi Natural Rosemary and Henna Hair Oil
প্রোডাক্ট বিবরণ:
Khadi Natural Rosemary and Henna Hair Oil হেনা সমৃদ্ধ। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি এই তেল। এই তেলটি চুলের সব ধরনের স্ক্যাল্প ইনফেকশন দূর করে। আগা ফাটা রোধ করে। নতুন চুল গজাতে সাহায্য করে।
সুবিধা:
  • প্যারাবেন মুক্ত তেল
  • মিনারেল অয়েল মুক্ত তেল
  • দ্রুত ফলাফল পাওয়া যায়
  • চুলকে মোলায়েম রাখে
  • ঝলমলে ও শক্তিশালী করে
অসুবিধা:
  • সব ধরনের চুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৫ থেকে ৭ দিন ব্যবহারে বুঝতে পারবেন আপনার চুলের জন্য প্রযোজ্য কি না

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

তেল ব্যবহারের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় রয়েছে যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। যেমন: সরিষার তেল, পেঁয়াজের রস, মেহেদী, ডিমের কুসুম, মধু, জিরা, অলিভ অয়েল, এ্যালোভেরা জেল, মেথি ইত্যাদি। এই উপাদানগুলো চুল পরা বন্ধ করতে খুবই কার্যকরী। নিম্নে তার ব্যবহার দেওয়া হল:
  • অ্যালোভেরা জেল: এলোভেরা থেকে জেল সংগ্রহ করুন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। এটি কমপক্ষে সপ্তাহে দুদিন করতে পারেন। সর্বনিম্ন ২০ মিনিট রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এতে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুল সিল্কি হবে।
  • মেথি: এক কাপ নারকেল তেলে ২ চামচ মেথি ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হয়ে গেলে চুলের ত্বকে ম্যাসাজ করুন। প্রায় এক ঘন্টা হয়ে আসলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • পেঁয়াজের রস: পেঁয়াজের রস ঘষে ঘষে চুলে ত্বকের লাগাতে হবে। এটি চুল পড়া বন্ধ করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। চুলে লাগানোর আধাঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সরিষার তেল ও মেহেদি পাতা: ৫০ টি মেহেদী পাতা নিয়ে ৫০০ মিলি সরিষার তেলে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা করে চুলের গোড়ায় মেসেজ করতে থাকুন। আধাঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই দিন এটি করতে পারেন।
  • জিরা, মধু ও অলিভ অয়েল: পরিমাণ মতো অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। এটি রাতে ভিজিয়ে রাখতে পারেন সকালে উঠে মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করে নিবেন। এবার সেই তেলে অল্প কিছু মধু মিশিয়ে চুলের ত্বকে ম্যাসাজ করুন। আধাঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটিও সপ্তাহে এক থেকে দুই দিন করতে পারেন। তবে এই উপাদানটির ফলাফল খুব দ্রুত পাবেন।

চুলের বিষয়ে পরামর্শমূলক কিছু তথ্য

বাজার ভরপুর হয়ে আছে ভেজাল পণ্যে। আজকাল কোনটা ভালো আর কোনটা খারাপ কোনটা আসল কোনটা নকল সেটা বোঝা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতারক কারীরা হবু নকল করে পণ্য বাজারজাত করে চলেছে। গন্ধ, রং ও মোরক সবটাই হুবহু যা থেকে পৃথক করা সম্ভব নয়। ব্যবহারকারী ভালো-মন্দ বোঝার আগেই ত্বকের বারোটা বাজিয়ে দিচ্ছে এসব পণ্য ও প্রতারককারীরা।
তাহলে আপনার আমার এ ভয়াবহ অবস্থায় কি করণীয়? এক্ষেত্রে সমাধান মিলবে শুধুমাত্র আমাদের নিজেদের ঘরে তৈরি প্রসাধনীতেই। ঘরোয়া উপাদান গুলো বাজার এর মত কেমিক্যাল যুক্ত না হলেও এর ফলাফল অনেকটাই কার্যকরী। তাই আমরা ঘরোয়া উপায় গুলোর দিকে একটু বেশি নজর রাখবো।

লেখক এর মন্তব্য

চুল হচ্ছে সৌন্দর্যের একটি অংশ। আর এ চুল যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আমরা সব সময় সচেতন থাকবো। আবার চুলের সৌন্দর্যের জন্য যা ব্যবহার করছি তা যাতে উল্টো বিপরীত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা প্রাকৃতিক উপাদানের উপর অনেকটা নির্ভরশীল হতে পারি। মনে রাখবেন আপনি নিজেই নিজের জন্য।
তাই শত ব্যস্ততার মধ্যে নিজের জন্য একটু সময় বের করবেন। রাতের নাগালে পাওয়া যায় এসব পণ্য ব্যবহার না করে প্রাকৃতিক উপাদন দিয়ে একটু কষ্ট করে নিজের জন্য প্যাক তৈরি করুন। খুব যত্ন সহকারে ব্যবহার করবেন। দেখবেন ফলাফল খুবই আনন্দনীয়। এছাড়া উপরিউক্ত তেলগুলো ব্যবহার করে দেখতে পারেন।
















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন